নিজের একান্ত চারপাশ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ ও সঙ্গত কর্মসূচি প্রণয়ণের দৃঢ়চিত্তশীল নাগরিক তৈরি করাই 'গঙ্গাঋদ্ধি' প্রকাশনার প্রথম ভাবনা। নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভিত্তি করে সমকালীন স্থানীয় মানুষের সৃজন ও মননের উদ্বোধন ঘটাতে এবং তাদের গৌরব ও আশাব্যঞ্জনার গল্প শোনাতে চায় 'গঙ্গাঋদ্ধি'…