রায়পুরায় দুই কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন

রায়পুরার চর আড়ালিয়ায় দুই কিশোরী ধর্ষণকাণ্ডের চারদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ, নরসিংদী জেলা’র ব্যানারে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন আয়োজিত হয়। এই মানববন্ধনে নরসিংদী জেলার বিভিন্ন সংগঠন, ছাত্র-শিক্ষক ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। বাংলাদেশ মহিলা পরিষদ (রায়পুরা ও বেলাব শাখা), পূর্ব বাঘাইকান্দী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী, নারী অঙ্গন, নরসিংদী প্রগতি লেখক সংঘ, নরসিংদী পরিবেশ আন্দোলন, চিন্তাস্বর ইত্যাদি সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানারে এতে অংশগ্রহণ করে।

রায়পুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আরেফা ফেরদৌস বলেন, “আমাদের মায়েরা, শিশুরা, বোনেরা কোথাও নিরাপদ নয়। তাদের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে।”

পূর্ব বাঘাইকান্দী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মূসা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, মামলা হওয়ার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো কেন আসামিরা গ্রেফতার হয়নি? প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন রাখেন এবং সকল শিক্ষার্থী যেন নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে, সেই দাবি জানান।

‘নারী অঙ্গন’-এর সম্পাদক নাদিরা ইয়াসমিন বলেন, “ধর্ষণ একটি মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধীদের বিচার সামাজিকভাবে সম্ভব কি? এখনো কেন ধর্ষকদের গ্রেফতার করা হয়নি?” ধর্ষণ বন্ধে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন রাখেন। সর্বশেষ তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা বলেন, “গত ৭ এপ্রিল সন্ধ্যায় এই গণধর্ষণের শিকার হয় দুই স্কুল ছাত্রী। পরবর্তীতে ৯ এপ্রিল মামলা করা হলেও ধর্ষণকারীদের গ্রেফতার করা হয়নি।” তিনি আরো বলেন, “যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হয়, তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি নিয়ে রাস্তায় নামবো। আমরা ডিসি অফিস ও এসপি অফিস বরাবর পদযাত্রা করবো।”

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাবেয়া খাতুন শান্তি এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, “ধর্ষণ একটি মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি এবং সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

এছাড়া আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী রিমন, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী নুসরাত, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী জয়শ্রী সাহা, রায়পুরা সরকারি কলেজের শিক্ষক আমজাদ হোসেন, কবি ও নাট্যজন শাহ্ আলম, শিক্ষক ও লেখক তপন আচার্য্যসহ প্রত্যেকেই এই ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য যে, নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়ায় গত সোমবার (৭ এপ্রিল ২০২৫) দুই কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। সেদিন বিকেলে ভুক্তভোগী কিশোরীরা দুই তরুণের সঙ্গে নৌকায় বেড়াতে যায়। সন্ধ্যায় দুই তরুণ নৌকা তীরে ভিড়িয়ে আনে ও কৌশলে দুই কিশোরীকে একটি বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। তাদের আরো ছয় বন্ধুকে সেখানে ডেকে আনে। এরপর ভুক্তভোগী দুই কিশোরীকে ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী দুজন নিজ নিজ বাড়িতে ফিরলে তাদের এই অবস্থা দেখে পরিবারের লোকজন ঘটনা জানতে চাইলে তারা এই নৃশংস ঘটনার বর্ণনা দেয়। ভুক্তভোগী দুই কিশোরী পূর্ব বাঘাইকান্দী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ধর্ষণকারীরা একই এলাকার প্রভাবশালী পরিবারের। ভুক্তভোগী পরিবার প্রথমে ভয়ে তাদের বিরুদ্ধে মামলা দিতে সম্মতি দেয়নি, তারা ওই এলাকার ইউপি চেয়ারম্যানের নিকট বিচারের দাবি জানান। তারপর দুদিন কেটে গেলেও বিচারের কোনো ব্যবস্থা হয় না, এ-অবস্থায় ভুক্তভোগী পরিবার গত বুধবার (৯ এপ্রিল ২০২৫) স্থানীয় থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরো ২/৩ জন অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা দায়ের করে।

দৈনিক প্রথম আলোর তথ্যসূত্রে জানা যায়, দুটি মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন ইমরান মিয়া (১৯), রাজ্জাক মিয়া (২৫), আবদুর রহমান (২৭), ইস্রাফিল মিয়া (২৩), সাইফুল মিয়া (২৮), রমজান মিয়া (২২), কাইয়ুম মিয়া (২১) ও মুন্না মিয়া (২৩)।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ